আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়ক এলাকায় আজ সন্ধ্যার দিকে ওভারটেক'র সময় একটি যাত্রীবাহী বাস এবং একটি ট্রাক খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
আশুলিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার