'এসো রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি' প্রত্যয় নিয়ে বরিশালে ভাষার মাসে শিশু শিক্ষার্থীদের মধ্যে বর্ণ লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এই অনুষ্ঠানে ৮টি স্কুলের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। কারক নাট্য সম্প্রদায়ের কারক স্বজনের আয়োজনে অনুষ্ঠানের অতিথি হয়ে ছিলেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন। প্রতিযোগীতায় বিজয়ীরা তার হাত থেকে পুরস্কার গ্রহণ করে।
এসময় তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের এবং শহীদ মিনার সম্পর্কে জানতে পারছে শিশুরা। বাংলা বর্ণমালা লেখা প্রতিযোগিতা হওয়ায় তিনি আনন্দিত। তিনি এই ধরণের অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার