ভালুকায় যাত্রীবাহি বাসের চাপায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার সিডষ্টোর বাজার আল-মদিনা মার্কেটের সামনে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটেছে।
সূত্রে জানা যায়, হবিরবাড়ী ইউনিয়নের লবনকোঠা গ্রামের মৃত আলম খাঁর ছেলে ইমরান খাঁ (৬০) তার স্ত্রী কুলসুমকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তা পারাপারের সময় এনা পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৯০০) দ্রুতগামী বাস তাদেরকে চাপা দেয়। এতে ইমরান খাঁ (৬০) ঘটনাস্থলেই মারা যায় এবং তার স্ত্রী কুলসুমকে (৫০) গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তার মৃত্যু ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যান চলাচল স্বাভাবিক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার