সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকায় প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যা করেছে। আজ শনিবার সন্ধ্যার দিকে এমন ঘটনার পর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যার পর দুজন মারা যায়। আত্মহননকারীরা হলো, শহরের মিরপুর গ্রামের মুকুল সরকারের মেয়ে মুক্তা খাতুন (১৮) ও মিরপুর রেলওয়ে কলোনীর মহল্লার নবীন সেখের ছেলে রাব্বি হোসেন (২৩)।
স্থানীয় কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ শিশির ও ছেলের বন্ধু রাসেল জানান, দীর্ঘদিন ধরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। প্রেম চলাবস্থায় প্রায় ছয়মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের দু'জনের প্রেম চলতেই থাকে। এ অবস্থায় শনিবার বিকাল পাঁচটার দিকে দু'জনে আবারো মিরপুর মহল্লার একটি জলাধারের কাছে গিয়ে একত্রিত হয়। একপর্যায়ে দু'জনেই বিষপান করে। কিন্তু বিষ খাবার পর মেয়েটির অবস্থা দ্রুত খারাপ হলে ছেলেটিই তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার পর মেয়েটি মারা যায়। এরপর রাব্বি হাসপাতাল পালিয়ে এসে আবারো বিষ খায়। পরে তাকেও হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার