যশোরের শার্শায় বিপ্লব হোসেন (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার জেরে যশোর-বেনাপোল মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে উপজেলা আওয়ামী লীগের একাংশ।
শনিবার দিবাগত রাত ১১টার দিকে আহত অবস্থায় বিপ্লবকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপ্লব শার্শার উলাশি ইউনিয়নের জিরেনগাছা গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং নাভরণ ডিগ্রি কলেজের প্রথমবর্ষের ছাত্র। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের দু’গ্রুপের রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ অপরাধীদের আটকের চেষ্টা করছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব