সিরাজগঞ্জে শ্বশুরের গলা ধাক্কার অপমান সইতে না পেরে মাসুদুর রহমান মাসুদ (৩০) নামে এক জামাই বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বকুল উদ্দিন আকাশ।
মাসুদ পৌর এলাকার তেলকুপি মহল্লার শাহজাহান আলীর ছেলে।
নিহতের ভাই ইনছান আলীর অভিযোগ, মাসুদের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরের সাংসারিক দ্বন্দ্ব চলে আসছিল। এ অবস্থায় শনিবার সকালে স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি যান মাসুদ। এ সময় শ্বশুর সাইফুল ইসলাম তার মেয়েকে জামাইয়ের সঙ্গে না পাঠিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। মাসুদ বাড়ি এসে ক্ষোভে বিকালে নিজ ঘরে বসে কীটনাশক পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব