শরীয়তপুর পৌরসভার তুলাসার বেপারিপাড়া এলাকা থেকে ৪৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মাদক ব্যবসায়ীর নাম রাজিব মোল্লা (২৮)। রাজিব ওই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে। রবিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "গোপন সংবাদের ভিত্তিতে সকালে তুলাসার বেপারিপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ রাজিবকে আটক করা হয়।"
তিনি আরও জানান, "দীর্ঘদিন ধরে রাজিব ইয়াবা ব্যবসা ও সেবন করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি একাধিকবার সাজা খেটেছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে।"
বিডি-প্রতিদিন/ ১২ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২