বগুড়ায় মদ্যপান অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন দন্ত চিকিৎসক আশিক মাহমুদ ইকবাল। আটক আশিক মাহমুদ বগুড়া শহরের মালতিনগরের বকশিবাজার এলাকার বাসিন্দা। জানা যায়, বগুড়া শহরের সাতমাথা এলাকায় গাড়ি চালানোর সময় সদর থানার পুলিশের কন্সটেবল মো. শফিককে ধাক্কায় দেয়। পুলিশ সদস্য প্রাণে রক্ষা পেলে চালককে আটক করে এ সময় তাকে মদ্যপানরত দেখতে পেয়ে আটক করে থানায় নিয়ে যায়। প্রাইভেট কারটিও জব্দ করে থানায় নেওয়া হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসলাম আলী জানান, গত শুক্রবার রাত দেড়টায় বগুড়া শহরের সাতমাথা এলাকায় এক পুলিশকে সদস্যকে ধাক্কা দিয়েছে ডা. আশিক মাহমুদ ইকবাল। এসময় তিনি মদ্যপান অবস্থায় ছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার