সিরাজগঞ্জের বেলকুচিতে জমির বিরোধ নিয়ে স্থানীয় প্রতিপক্ষের মারপিটে রাজারপুর ইউপির সাবেক চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যানসহ রুবেল, বাবু, সবুজ ও হাবিবুর রহমানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকেল চারটায় বেলকুচি উপজেলার তামাই কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর রহমান রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বেলকুচি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, কাজিপাড়া গ্রামের মজিবর রহমান ও আব্দুস সালামের মধ্যে জমিজমা বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় মাতব্বররা মীমাংসার চেষ্টা করে একটি সীমানা নির্ধারণ করে দিলে বিষয়টি সুরাহা হয়নি। বিকেলে রাজাপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ বেশ কয়েকজন মজিবরের পক্ষ নিয়ে ওই এলাকায় গিয়ে নতুন করে সীমানা নির্ধারণের জন্য বৈঠকে বসেন। এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদত হোসেন মুন্নার সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে চেয়ারম্যানের লোকজনের সাথে মারপিটের ঘটনা ঘটে। মারপিটে সাবেক ইউপি চেয়ারম্যানসহ অনন্ত ১০জন আহত হয়।
স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাদত হোসেন মুন্না জানান, সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায় সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জোরপূর্বক জমির সীমানা নির্ধারণ করে দেয়ার পাশাপাশি আব্দুস সালাম ও স্বজন শাহীনকে গালি গালাজ করছে। এ সময় বাঁধা দিলে মারপিটের ঘটনা ঘটে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হলেও কাউকে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার