চতুর্থ শ্রেণির কর্মচারীর সমস্কেল বেতন, রেশনিং ব্যবস্থা চালু ও অবসর ভাতার দাবিতে দিনাজপুরের গ্রাম পুলিশ সদস্যরা মানববন্ধন করেছে। রবিবার দুপুরে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন দিনাজপুর শাখার ব্যানারে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে জেলার ১৩ উপজেলায় কর্মরত কয়েকশ' গ্রাম পুলিশ সদস্য অংশ নেয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল আনাম, ইউসুফ আলী, বদিউজ্জামান, মোস্তাক আলী, তিলক, আব্দুর ওয়াহেদ, হাফিজ প্রমুখ।
মানববন্ধন শেষে তারা দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি পেশ করেন। দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম এই স্মারকলিপি গ্রহন করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ