'সমষ্টিগত উন্নয়নে আমাদের প্রয়াস' এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছে 'দারিদ্রের আলো' নামের স্বেচ্ছাসেবী সংগঠন।
পহেলা রমজান থেকে শুরু হওয়া ইফতার বিতরণ কার্যক্রম চলবে শেষ রমজান পর্যন্ত। এ কার্যক্রম পরিচালনা করছেন সামাজিক ব্যক্তিত্ব শিক্ষক আরিফুর রহমান মঞ্জু, মিজানুর রহমান, আনোয়ার ও মাছুমসহ আরও অনেকে। ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও রমজান মাসব্যাপী মসজিদভিত্তিক অনুদান প্রদান করবেন বলে জানায় সংগঠনের উদ্যোক্তাগণ।
তারা আরও বলেন, প্রত্যেক দরিদ্র ব্যক্তির ঘরে সাধ্য মতো ইফতার সামগ্রী পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। কেউ নিজস্ব কাজ বন্ধ রেখে এই সামান্য ইফতারের জন্য আমাদের কাছে আসুক- এটা আমরা চাই না।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা