নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের আশুলিপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান জানান, শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
মরদেহটির নাম, পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বিডি প্রতিদিন/২ জুন, ২০১৭/ফারজানা