পশ্চিমা লঘুচাপ ও সক্রিয়া মৌসুমী বায়ুর প্রভাবে শনিবারও চট্টগ্রামে অব্যহত ছিল ভারি বর্ষণ। ফলে নগরীর নিম্ন এলাকায় হাটু থেকে কোমর সমান পানিতে ডুবে যায়। মৌসুমী বায়ু সক্রিয় আছে চট্টগ্রাম অঞ্চলের উপর। তাই আরও দুই থেকে তিনদিন বৃষ্টি হতে পারে এ অঞ্চলে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, শনিবার বিকেল ৩টা পর্যন্ত পূর্ববর্তি ২৪ ঘন্টায় ২৭.৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এরচেয়ে ভারি বর্ষণের হয়েছে। লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে আগামী মঙ্গল ও বুধবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, লঘুচাপের প্রভাবে শুক্রবার ভোর থেকেই টানা বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। শনিবার বিকেল পর্যন্ত ভারি বর্ষণ হয়। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানিতে ডুবে যায়। শুক্রবার রাতে নদীতে জোয়ার থাকায় বৃষ্টির পানি নামতে না পারায় ডুবে যায় নগরীর কিছু কিছু এলাকায়। এতে জলাবদ্ধতা বৃষ্টি হয় নগরীর ষোলশহর, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বহদ্দারহাট, বাকলিয়া, আরাকান সড়কের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার