নেত্রকোনার মোহনগঞ্জ ও মদন উপজেলায় পানিতে ডুবে তিন শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ও বিকেলে এসব ঘটনা ঘটে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারী জিন্নাৎ আলী জানান, বিকেলে মোহনগঞ্জ উপজেলার বটতলি ইউনিয়নের লতিয়াকোণা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মানিক মিয়া (৪২) ফসলি জমিতে ঠেলাজাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা যান। একই উপজেলার সুয়াইর ইউনিয়নে ধলাই নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায় মিন্টু মিয়ার ছেলে জয় মিয়া (০৮) ।
অপরদিকে, মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আনিছ মিয়ার ছেলে হাবিবুল্লাহ (০৪) ও একই গ্রামের রহিছ মিয়ার ছেলে মোতাহার (০৫) মারা যায়।
মদন থানার ওসি শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/০৯ অক্টোবর ২০১৭/আরাফাত