সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলার উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। আজ বগুড়া শহরের সাতমাথায় সমাবেশে সভাপতিত্ব করেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বগুড়া জেলা আহ্বায়ক দিলরুবা নূরী। বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, মহিলা ফোরাম সংগঠক রাধা রানী বর্মণ, ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, রীনা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেগম রোকেয়া মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত নারী মুক্তির জন্য লড়াই করেছেন। নারী মুক্তির জন্য তিনি পাথেয় হিসাবে গ্রহণ করেছিলেন নারী শিক্ষাকে। তার লিখনিতে যেমন ছিল নারী মুক্তির কথা তেমনি ছিল কৃষক-শ্রমিকদের কথা। নেতৃবৃন্দ বেগম রোকেয়ার চেতনাকে ধারণ করে নারী মুক্তির তথা সমাজ পরিবর্তনের লড়াইকে বেগবেন করার আহ্বান জানান। সমাবেশের আগে একটি র্যালি বগুড়া জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার