সিরাজগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটের মারপিটে কলেজছাত্রী ও তার বাবা আল-মাহমুদ মারপিটের শিকার হয়েছেন। আহত অবস্থায় তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার বহুলী ইউপির গাড়াদহ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পরই অভিযান চালিয়ে বখাটের বড় ভাইকে আটক করেছে। আটক সুলতান সদর উপজেলার বেজগাঁতী গ্রামের শওকত আলীর ছেলে।
সিরাজগঞ্জ সরকারি কলেজে ইতিহাস বিভাগের প্রথম বর্ষের অধ্যায়ণরত আহত কলেজছাত্রী তোহুরা খাতুন জানান, প্রতিদিন রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কুঠাগাতী গ্রাম থেকে সিএনজিযোগে কলেজে যাতায়াত করে। প্রায় সময়ই রাস্তায় বখাটে আব্দুস সামাদ তাকে উত্যক্ত করে। আজ সকালে ব্রিজ এলাকায় সিএনজি থামিয়ে তাকে আবার উত্যক্ত করে। এক পর্যায়ে তাকে মারপিট করে। সংবাদ পেয়ে তার বাবা ঘটনাস্থলে আসলে তাকেও মারপিট করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বখাটে আব্দুস সামাদ ও কলেজছাত্রী পরস্পর বিয়াই-বিয়াইন। তাদের মধ্যে এক সময় হয়ত প্রেমের সম্পর্ক ছিল। সকালে কলেজছাত্রী সিএনজিযোগে কলেজে আসার সময় ব্রিজ এলাকায় পৌছলে বখাটে প্রেমিক সামাদ সিএনজির গতিরোধ করে এবং কথাকাটির একপর্যায়ে কলেজছাত্রীকে মারপিট করে। এ ঘটনায় মামলা দায়েরের পরই বখাটের বাড়িতে অভিযান চালিয়ে বখাটের বড় ভাই সুলতানকে আটক করা হয়েছে। বখাটে আব্দুস সামাদসহ অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার