আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আজ নারায়ণগঞ্জে কৃতী নারীদের সংবর্ধনা দেওয়া হয়। ‘জয়িত অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারায়ণগঞ্জে এবার ৫ জনকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য ফাতেমা মনির, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নাসিম আবেদীন বুলু, সফল জননী ক্যাটাগরীতে ফারজানা মফিজ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা রিপা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখার জন্য ইসরাত জাহান খান স্মৃতি এবার জয়িতা পদকে ভূষিত হন।
আজ সার্কিট হাউজ মিলনায়তনে ৫ জয়িতা তাদের উঠে আসার বাস্তবিক গল্প তাদের অনুভূতিতে ব্যক্ত করেন। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, আমাদের সকলের দায়িত্ব সমাজে যারা জন্মগতভাবে পিছিয়ে পড়েছেন তাদের সহযোগিতা করা, সহমর্মিতা প্রকাশ করা এবং তাদের সাথে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করা। আমাদের সমাজে আরো অনেক জয়িতা রয়েছেন, যাদের আমরা খুঁজে নিয়ে আসতে পারবো। জীবন সংগ্রামে কত মানুষ কত কষ্ট করছেন সেটা না জানলে আসলেই অন্ধকারে থেকে যাওয়া। যারা জীবন সংগ্রামে যুদ্ধ করছেন আমাদের সকলকে তাদের জন্য কাজ করতে হবে। আমাদের দায়িত্ব হলো সমাজে পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা।
বিডি প্রতিদিন/এ মজুমদার