নেত্রকোনায় পালিত হলো আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। আজ মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসক ও জেলা মহিলা বিষয়ক কার্যালয়।
উন্নয়নকর্মী নাইম সুলতানা লিবনের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসি বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। আলোচনা করেন, শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, নারী প্রগতির আলী আমজাদ আন্টু, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, সম্মাননা প্রাপ্ত মনোয়ারা হামিদ, কেন্দুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার ও ব্র্যাকের প্রতিনিধি প্রবাল কুমার সাহা।
পরে জেলা ও উপজেলা পর্যায়ে ১০ নারীকে ৫ ক্যাটাগরিতে জয়িতা সন্মাননা দেওয়া হয়েছে। জেলা পর্যায়ের অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন কারী জয়িতা শিরিন আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মরিয়ম আক্তার, সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেন শেফালি হাজং ও সমাজ উন্নয়নে অসামন্য অবদান রাখায় সালমা আক্তার।
উপজেলা পর্যায়ে যারা পেয়েছেন তারা হলেন অর্থনৈতিকভাবে সফল সৈয়দা নাজনীন সুলতানা, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মনোয়ারা আক্তার, সফল জননী হিসেবে সাফল্য অর্জনকারী নুরুন্নাহার বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করেন নুরুন্নাহার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কুলসুমা আক্তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার