বগুড়ার ধুনট উপজেলায় মামার বাড়ি থেকে রোমান মিয়া (২০) নামে নববিবাহিত ভাগ্নের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোমান মিয়া উপজেলার কালেরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আজ ধুনট থানা থেকে রোমনের লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালেরপাড়া গ্রামের আল আমিনের স্ত্রী মারুফা খাতুনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রোমন মিয়া। এক পর্যায়ে প্রায় ২০ দিন আগে মারুফা খাতুন প্রেমের টানে রোমনের হাত ধরে স্বামীর বাড়ি থেকে চলে যায়। পরবর্তিতে মারুফা খাতুন ও রোমান মিয়া বিবাহ বন্ধনে আবন্ধ হন।
কিন্ত উভয় পক্ষের অভিভাবকরা রোমান ও মারুফার বিয়ে মেনে নেয় না। ফলে নববধূকে নিয়ে এক সপ্তাহ ধরে গোসাইবাড়ি মাষ্টারপাড়া গ্রামে মামা কবিরাজ লাভলু মিয়ার বাড়িতে আশ্রয় নিয়েছিল রোমান। এ অবস্থায় আজ দুপুরের দিকে একটি ঘরের ভেতর গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রোমানের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় মামার বাড়ির লোকজন। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে রোমানের লাশ উদ্ধার করেন।
ধুনট থানার উপ পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। ময়না তদন্তের জন্য রোমানের মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার