পুলিশের ওপর হামলা করে আলামিন মিয়া (৩৫) নামে মাদক মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আলামিন ওই গ্রামের সাঈদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক মামলাসহ আটটি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, বিকেলে আলামিনকে ধরতে থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে গ্রেফতার করা হলে তিনি পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যান। তাকে আবারও গ্রেফতারে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম