নীলফামারীর ডোমারে পবিত্র রানী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পবিত্র রানী পশ্চিম হরিণচড়া বালার ডাঙ্গা এলাকার সুনিল চন্দ্র রায়ের মেয়ে। তিনি উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্বলাইনপাড়া গ্রামের প্রদীপ চন্দ্রের স্ত্রী।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম