পূর্ব শত্রুতার জেরে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় লিয়াকত ছৈয়াল (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের মশুরা এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
লিয়াকত ছৈয়াল উপজেলার বিঝারী ইউনিয়নের কাপাশপাড়া গ্রামের মান্নান ছৈয়ালের ছেলে। তিনি মশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে মুদি দোকানের ব্যবসা করতেন এবং মধ্য মশুরা গ্রামের কুদ্দুস মুন্সীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
লিয়াকত ছৈয়ালের ছোট ভাই কাওছার ছৈয়াল জানান, রাত ৮টার দিকে ভোজেশ্বর বাজার থেকে মশুরা ভাড়া বাসায় ফেরার পথে বাসার কাছে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা লিয়াকতকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ এহসান শাহ বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান