নওগাঁয় অভিযান চালিয়ে সাগর কুমার দাস (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সাগর নওগাঁ সদর উপজেলার সেবাশ্রম পাড়ার শ্রী সুরেস চন্দ্র দাসের ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের উত্তরা স্কুল মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান