পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। তার নাম ফুল আরা, বয়স ৫০ বছর। রবিবার সকালে বোদা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম জানান, সকালে বোদা বাইপাস সড়কে ধান শুকাতে দেওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
নিহত ফুল আরা উপজেলার সর্দরপাড়া এলাকার আজিমুদ্দিনের স্ত্রী।
বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ