চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। আটকরা হলেন- সদর উপজেলার উপরাজারামপুর গ্রামের মো. কোরবান আলীর ছেলে মো. ইয়াছিন আলী (২০) ও একই উপজেলার ইউসুফ নগর (পুলপাড়া) গ্রামের মো. দেলখোশ আলীর ছেলে আব্দুর রহমান (১৯)। শহরের হরিপুরে শনিবার রাতে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার