রাজশাহীতে ওএমএস’র ১৭৬ বস্তা চালসহ একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে নগরীর শালবাগান এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশ ট্রাকসহ চালগুলো জব্দ করে। এসময় আটক করা হয় ট্রাকের চালক ফিরোজকে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রবিবার দুপুর সাড়ে ১২টর দিকে ওই চালগুলো আটক করে পুলিশ। চালগুলো রাজশাহী সদর খাদ্য গুদাম থেকে বের করে নগরীর বহরমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সেগুলো আটক করে পুলিশ। সঙ্গে ট্রাক চালক ফিরোজকেও আটক করা হয়।
ওসি আরও জানান, প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল আছে। সরকারি খাদ্য গুদাম থেকে চালগুলো বের করে বিক্রি করার উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। ডিলারকেও আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন