জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে নেত্রকোনায় আজ বাজার মনিটরিং কর্মসূচির আওতায় বাজারের বিভিন্ন দোকানপাটে অভিযান চালানো হয়েছে। সকালে শহরের ছোট বাজার, বড় বাজার এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এসময় শহরের ছোটবাজার এলাকার চিত্রা মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় ৩০ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে। একই অভিযোগে বড় বাজার এলাকায় নাইস নাইস কসমেটিক্স দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (উপ-সচিব) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এসময় নেত্রকোনার অতিরিক্ত দ্বায়িত্বে থাকা সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন ও পুলিশ লাইন্সের এএসআই সারোয়ারসহ ৬ জনের টিম এ অভিযানে অংশ নেন। পরে আইনটি সম্পর্কে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেন বাজার মনিটরিং টিম।
বিডি প্রতিদিন/এ মজুমদার