আদিবাসী ও দলিত জনগোষ্ঠির অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন করেছেন ফুলবাড়ী আদিবাসী ও দলিত যুব সমাজ। আজ দিনাজপুরের ফুলবাড়ীতে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলা চত্তরে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রে আলোর দিশারী প্রকল্পের উদ্যোগে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে আদিবাসী ও দলিত জনগোষ্ঠির অধিকার আদায়ের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু, গ্রাম বিকাশ কেন্দ্রের আলোর দিশারী প্রকল্পের প্রকল্প পরিচালক নুরুল ইসলাম, প্রকল্পটির উপজেলা ম্যানেজার শাহ মো. সাদিয়ার রহমান, আদিবাসী নেতা সোম কিসকু, বিনয় বেসরা, ভারত মুরমু ও তারা মনি প্রমুখ।
মানববন্ধন শেষে আদিবাসী নেতা সোম কিসকু ও তারামনি স্বাক্ষরিত ৬ দফা দাবির একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার