নাটোরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ দিবসটি পালনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাটোর জেলা, নাটোর সদর উপজেলা ও নাটোর পৌর শাখা যৌথভাবে কানাইখালী মাঠ থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান সড়ক দিয়ে উত্তরা সুপার মার্কেট ঘুরে নাটোর প্রেসক্লাবে এসে শেষ হয়।
পরে প্রেস ক্লাব মিলনায়তনে দুইশ’ গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মুনিরুজ্জামান ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলা শাখার সভাপতি মো. মাহফুজ আলম মুনী, নির্বাহী সভাপতি আব্দুস সসালাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুক্তার হোসেন, নাটোর সদর উপজেলা শাখার সভাপতি মো. আশফাকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, পৌর শাখার সসভাপতি মীর আমিরুল ইসলাম জাহান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান জেমস ও অনুষ্ঠান উপ-কমিটির মো. সেলিম আক্তার।
বিডি প্রতিদিন/এ মজুমদার