দিনাজপুরের বীরগঞ্জে ভেজাল কীটনাশক ও বিভিন্ন ধরনের নকল এবং মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করেছে প্রশাসন।
গত রবিবার রাত ৮টার দিকে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার নিজপাড়া ইউনিয়নের ছোট বোচা পুকুর গ্রামের নুরুল হকের ছেলে সহিদুল ইসলাম (৩৫) এর বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের নকল কীটনাশক ও মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করা হয়।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মাজেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিজপাড়া ইউনিয়নের ছোট বোচা পুকুর গ্রামের সহিদুল ইসলামের বাড়ীতে গিয়ে গোডাউনের ভিতরে সরঞ্জামসহ বিভিন্ন ধরণের কীটনাশক এবং কোমলপানীয় দেখতে পাওয়া যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষের নির্দেশে গোডাউনটিতে তালা দিয়ে চলে আসি।
পরদিন রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলম হোসেনের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মো. সহিদুল ইসলামের বাড়িতে অবস্থিত গোডাউনে তল্লাশী চালিয়ে ব্রীফার ৫-জি, কৃষি বোরন, থিওভিট প্লাসসহ বিভিন্ন ধরনের নকল কীটনাশক ও প্রান ক্যান্ডি, জিরা পানি, প্রাণ ম্যাংগো জুস সহ বিভিন্ন ধরনের নকল ও মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় জব্দ করা হয়।
অভিযান চলাকালে সহিদুলের স্ত্রী মোছাঃ মুসরিন খাতুন রুবি (৩২) এবং সহিদুলের শ্বশুর একই এলাকার দেবিপুর গ্রামের মো. আব্দুর রউফ আমিন (৭০)কে আটক করা হয় বলে তিনি আরও জানান । ঘটনার পর থেকে বাড়ির মালিক সহিদুল ও ভাড়াটিয়া আলমগীর পলাতক রয়েছে।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলম হোসেনের ভ্রাম্যমাণ আদালতে আসামীদেরকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ২ বছরের জেল প্রদান করেন ।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মোহছেউল গণি জানান, জরিমানার টাকা পরিশোধ করায় আটক ২ জন ছাড়া পেয়েছেন।
বিডিপ্রতিদিন/ ২৯ জানুয়ারি, ২০১৮/ ই জাহান