দিনাজপুরের বিরামপুর সীমান্তে চোরাকারবারীদের হামলায় নবাব আলী নামে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে বিরামপুরের দাউদপুর বিওপি’র ২৯০/৪ ও ৫ নং সাব-পিলারের মধ্যবর্তী স্থানে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে দাউদপুর বিওপি ক্যাম্প কমান্ডারের সাথে ভারতের বলরামপুর ও ভীমপুর ক্যাম্প কমান্ডার সৌজন্য সাক্ষাৎ করেন।
দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আলী আজম জানান, দিনাজপুরের বিরামপুরের দাউদপুর বিওপি সীমান্তে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে ওপার থেকে একদল চোরাকারবারীকে দেখে বিজিবি ধাওয়া দিলে তারা কিছু ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। এসময় ৯১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। কিছুক্ষণ পর ৪০/৫০ জনের চোরাকারবারী দল অতর্কিতভাবে বিজিবি’র উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে নবাব আলী নামে এক বিজিবি সদস্য আহত হয়। এসময় আত্মরক্ষার্থে ৩ রাইন্ড গুলি চালালে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে দাউদপুর বিওপি ক্যাম্প কমান্ডারের সাথে ভারতের বলরামপুর ও ভীমপুর ক্যাম্প কমান্ডার সৌজন্য সাক্ষাৎ করেন। ঘটনার পরপরই জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক পরিদর্শন করেন।
জয়পুরহাট বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল