ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা থেকে চাঞ্চল্যকর মহিউদ্দিন মিয়া হত্যা মামলার পলাতক আসামি গিয়াসউদ্দিন (৩৫) কে আটক করেছে র্যাব-৮।
রবিবার ভোর পাঁচটার দিকে গিয়াসউদ্দিনকে নগরকান্দা বাজার এলাকা থেকে আটক করা হয়।
ফরিদপুর র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইচউদ্দিন জানান, গত বছরের ২০ সেপ্টেম্বর নগরকান্দার কাইচাইল ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে গিয়াসউদ্দিনসহ আসামিরা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে এবং বাড়ি ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়। এ ঘটনায় নিহতের ভাতিজা ফরহাদ মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় ৩০জনসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি স্পর্শকাতর হওয়ায় পিবিআই তদন্ত ভার গ্রহণ করে। পিবিআই আসামি গ্রেফতারে র্যাবের সহায়তা কামনা করে। এরই প্রেক্ষিতে র্যাব অভিযান চালিয়ে গিয়াসউদ্দিনকে আটক করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন