কোটা প্রথা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবার অবস্থান ধর্মঘট পালন করেছে সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ।
রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে পাঁচ দফা দাবিতে এ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে তারা।
এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘বৈষম্যের জাল ছিড়তে হলে কোটা ব্যবস্থার সংস্কার করতে হবে’, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড আর মেধা জাতির মানদণ্ড’, ‘হয় কোটা ব্যবস্থার সংস্কার কর নতুবা আমাকে গুলি কর’ এমন শ্লোগান সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন কৌশিক রাহাত, হুয়ায়ুন আহমেদ সম্রাট, মনজুর আহমেদ প্রমূখ।
পরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ১ মিনিট নিরাবতা পালন করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন