শিক্ষাবিদ ও প্রগতিশীল লেখক অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে বগুড়ায় মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের কেন্দ্রস্থল সাতমাথায় প্রগতিশীল নাগরিক সমাজ, ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া, উদীচী ও ছাত্র ইউনিয়নসহ কয়েকটি সংগঠন এই মানববন্ধন করে।
এতে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিক, বিভিন্ন পেশাজীবী, ছাত্রনেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মির্জা আহসানুল হক দুলাল, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, প্রবীণ রাজনীতিবিদ মাহফুজুল হক দুলু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, বাংলাদেশ যুবলীগ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, ডা. আরশাদ সাঈদ, সংস্কৃতিজন জিয়াউর হক বাবলা, সাদেকুর রহমান সুজন, নিভা রানী সরকার পূর্নিমা, ড্যারিন পারভেজ, আব্দুল্লাহ হেল কাফি তারা, রেজাউল আশরাফ জিন্নাহ প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার