হবিগঞ্জে দেশ বরেণ্য লেখক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের টাউন হল প্রাঙ্গণে নাগরিক সমাজের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোল (বাপা) হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেল, অ্যাডভোকেট বিজন বিহারী দাশ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন প্রমুখ। সভায় বক্তারা ড. জাফর ইকবালের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার