বগুড়ার ধুনট পৌর এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আজ ভোর রাতে ধুনট হাসপাতাল মোড় এলাকায় এঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, ধুনট হাসপাতালের মোড়ের পল্বব স্টোরের মালিক প্রকাশ সাহা, বিদ্যু স্টোরের মালিক বিদ্যুৎ হোসেন, সুমন স্টোরের মালিক সুমন মিয়া ও মনিকা ফার্মেসীর মালিক মোত্তালেব হোসেন প্রতিদিনের মতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যায়। রবিবার ভোর রাতে ওই সকল ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই সকল দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার