বগুড়ার ধুনটে পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ মাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- কলেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে দুদু প্রামাণিক (৪৫), তার স্ত্রী মর্জিনা বেগম (৪০) ও তার মা জহেরা খাতুন (৯০)। আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আনারপুর গ্রামের মৃত বেলাল প্রামাণিকের ছেলে আশাদুল ইসলাম গত ৫ বছর আগে মালেয়শিয়া লোক পাঠানোর কথা বলে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জহুরুল ইসলামের কাছ থেকে ৩ লাখ টাকা আদায় করে। কিন্তু দীর্ঘদিনেও আশাদুল ইসলাম বিদেশে লোক পাঠাতে ব্যর্থ হওয়ায় জহুরুল ইসলাম তার পাওনা টাকা ফেরত চায়। এপর্যন্ত বিচার শালিশের মাধ্যমে মাত্র এক লাখ টাকা ফেরত পায়। কিন্তু বাকী দুই লাখ টাকা ফেরত দিতে বিভিন্ন তালবাহান করতে থাকে আশাদুল ইসলাম। গত ২ মার্চ জহুরুল ইসলামের বড় ভাই দুদু প্রামণিক পাওনা দুই লাখ টাকা ফেরত চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে আশাদুল ইসলাম ও তার লোকজন দুদু প্রামানিককে মারপিট করতে থাকে। এসময় বাধা দিতে গেলে তার স্ত্রী মর্জিনা বেগম ও তার বৃদ্ধ মা জহেরা খাতুনকেও মারধরে আহত করে। পরে সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার