বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলের বাসাইলে গণস্বাক্ষর ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।
রবিবার দুপুরে উপজেলার কাউলজানি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক, কাউলজানি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির মাস্টারসহ ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব