নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে এক ব্রিকফিল্ড শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আজ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ উপজেলার রসুলপুর ইউনিয়নের রফিকপুর গ্রামের বায়তুল আমান জামে মসজিদের পুকুর থেকে স্থানীয় রূপালী ব্রিকফিল্ডের শ্রমিক নুরুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করে। নিহত নুরুল ইসলাম ভোলা জেলার ভোলা পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সেকান্তর আলীর ছেলে।
এলাকাবাসী জানান, আজ বেলা ১১টার দিকে পুকুরে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার