বিজ্ঞানমনস্ক লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
রবিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও ফিরোজ জাহাঙ্গীর চত্বরে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দুপুর একটায় বাকৃবি ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১’র সামনে একটি বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ ও আনন্দমোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দমোহন কলেজের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে, বিকেল ৪টা থেকে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, উদীচী, মহিলা পরিষদ, ভলান্টিয়ার্স ফর ময়মনসিংহ ও সিপিবি। এছাড়াও এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা প্রগতিশীল লেখক ও শিক্ষাবিদ জাফর ইকবালেরর উপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৮/মাহবুব