উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জের কামারখন্দে ব্যতিক্রমী আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থা ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির এর যৌথ আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় রবিবার সকাল ৭ টায় মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সী মানুষ ম্যারাথনে অংশ নেন।
ম্যারাথন উপজেলার আলোকদিয়ার মোড় থেকে শুরু করে চরটেংরাই মোড়, ধলেশ্বর তালতলা হয়ে হাজী কোরপ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজ মাঠে এসে শেষ হয়। এতে প্রতিযোগীদের প্রায় ৪ কিলোমিটার রাস্তা দৌঁড়াতে হয়।
মিনি ম্যারাথন উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আইপিইউ এর স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি বিশিষ্ট হার্ট সার্জন অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। এসময় জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, জামতৈল ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন শেখ, এনডিপির পরিচালক (কর্মসূচি) শাহ আজাদ ইকবাল, সহকারি পরিচালক (কর্মসূচি) জুবায়ের জাহান খান, সহকারি পরিচালক (এমএন্ডই) মাসুদুজ্জামান পল, প্রোগ্রাম অর্গানাইজার হাশেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন