পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ লিটার চোলাই মদসহ চার যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরের পশু হাসপাতাল সড়ক থেকে গোলাম রব্বানী (১৯), আল-আমিন (১৮), আল-মামুন (২২) ও অলি উল্লাহ (২৪) কে কলাপাড়া থানার টহল রত পুলিশ আটক করে। এসময় তাদের কাছ থেকে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
কলাপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.আলী আহম্মেদ জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই চার জন যুবককে আজ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার