বগুড়ার শিবগঞ্জ সদর ডাকঘরে পুলিশ পরিচয়ে প্রতারণা করে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার সময় জনগণ আজ দুই প্রতারককে আটক করেছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলো- ঢাকার ওয়ারি এলাকার ফয়সাল আলীর ছেলে আব্দুল হান্নান (৫৪) ও ঢাকা সূত্রাপুর এলাকার সাহাবুদ্দিনের ছেলে সাব্বির হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, আজ রবিবার দুপুরে এক ব্যক্তি শিবগঞ্জ উপজেলা সদর পোস্ট অফিসের ভেতরে গিয়ে পুলিশ সদস্য পরিচয় দিয়ে এবং পোস্ট মাস্টারের সাথে একটি হিসাব খোলার কথা বলেন। পরে তিনি পোস্ট মাস্টারের মোবাইল নম্বর নিয়ে চলে যান। এর কিছু পর মোবাইল ফোনে পুলিশ সদস্যের পরিচয় দিয়ে পোস্ট মাস্টার জাহানুল ইসলামকে “শিবগঞ্জ থানায় জরুরিভাবে যেতে বলেন। পোস্ট মাস্টার তাৎক্ষণিক দেখা করার জন্য থানার পথে রওনা হন। এ সুযোগে দুর্বৃত্তরা পোস্ট অফিসে ভিতরে প্রবেশ করে কর্মচারিদের জিম্মি করে পোস্ট মাস্টারে ঘরের ক্যাশ বাক্স তালা খুলে প্রায় সাড়ে তিন লাখ টাকা লুট করে। পালিয়ে যাবার সময় পোস্ট অফিসের কর্মচারীরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এসে টাকাসহ দু'জনকে আটক করে।
বগুড়ার শিবগঞ্জ সদর পোস্ট মাস্টার জাহানুল ইসলাম বলেন, থানার যাবার সময় কর্মচারীদের খেয়াল রাখার জন্য নির্দেশ দেয়াছিল। তাদের নজরদারি কারণেই বড় ধরনের অঘটন এড়ানো গেছে। ক্যাশ বাক্সে প্রায় সাড়ে তিন লাখ টাকা ছিল। সেটি লুট করার চেষ্টা করেছিল। তারা নিজেদের পুলিশ পরিচয়ে এসেছিল। জনগণ তাদের আটক করে পুলিশে দিয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন্স) জাহিদ হোসেন জানান, দুই জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। আটককৃত দুইজন থানায় রয়েছে। তারা আরও কোন অপরাধের সাথে জড়িত আছে কি না সে বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার