নওগাঁর পত্নীতলায় ২ লাখ টাকার জাল নোটসহ সাজেদুল ইসলাম রুবেল (৩২) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট।
রবিবার বিকালে উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত সাজেদুল ইসলাম রুবেল জেলার ধামইরহাট উপজেলার রঘুনাথপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
এ বিষয়ে র্যাব-৫ জয়পুরহাট এর কোম্পানি কমান্ডার শামীম হোসেন জানান, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁর নজিপুর বাসস্ট্যান্ড এলাকার মসজিদ মার্কেটের নিউ মোবাইল ফ্যাশন নামক দোকানে অভিযান চালিয়ে জাল টাকা সিন্ডিকেটের মূল হোতা সাজেদুল ইসলাম রুবেলকে আটক করে। এ সময় দোকান থেকে এক হাজার টাকার নোটের ২ লাখ জাল টাকা, জাল টাকা প্রস্তুত ও বাজারজাতকরণের কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি কম্পিউটার মনিটর, একটি স্ক্যানার, একটি কালার প্রিন্টার এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। রুবেল দীর্ঘদিন ধরে কম্পিউটার কম্পোজ এবং ফটোস্ট্যাট ব্যবসার আড়ালে জাল টাকা তৈরি করে নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত জাল টাকা এবং আটককৃত রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/১১ মার্চ, ২০১৮/মাহবুব