দিনাজপুরের হিলি সীমান্ত সংলগ্ন চন্ডিপুর গ্রামের মিঠুন (২৭) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠুন (২৭) হাকিমপুর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আজ রবিবার রাতে হাকিমপুর উপজেলার হিলি পৌরসভার ২নং ওয়ার্ডের ধরন্দা মহল্লায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার রাত ৮ টার দিকে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে গলাকাটা গেলেও মাথা ছুটে যায়নি।
হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনা দ্রুত উদঘাটন করে দোষীদের গ্রেফতার করা হবে বলে জানান তিনি। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার