ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-চরভদ্রাসন সড়কের লোহারটেক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী জানায়, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ওই মোটরসাইকেলের তিনজন আরোহী মারাত্মকভাবে আহত হন। পরে সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাখাওয়াত মোস্তফা জানান, রাত ১১টার দিকে আহতদের হাসপাতালে আনার পর তিনজনের মধ্যে দু’জনের মৃত্যু হয়। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন- চরভদ্রাসনের সদরের বিএসডাঙ্গী হেলিপ্যাড নামক এলাকার রশিদ মুন্সীর ছেলে মাসুদ মুন্সী (২১) ও আব্দুল সিকদারের ডাঙ্গীর শেখ ওহাবের ছেলে মেহেদী হাসান মিঠু (২০)।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত নিহতদের পরিচয় নিশ্চিত করেন।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান