গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব কালামপুর এলাকায় এক ব্যক্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার মরদেহ গাছের সঙ্গে গলায় রশি দিয়ে পেঁচানো এবং গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় ছিল। সোমবার বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব কালামপুর এলাকায় একটি বাগানে গাছের সঙ্গে রশি দিয়ে বাঁধা এবং গামছা দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ দেখে থানায় খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। তার পড়নে লুঙ্গি ও চেক শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলেও জানান এসআই সোহেল রানা।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ওয়াসিফ