নেত্রকোনার দূর্গাপুরে ৫ বছরের শিশু তৃশামনিকে অপহরণ করে হত্যার দায়ে পিতা-কন্যার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনার জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় অপর দুই অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পারিয়াখালি গ্রামের মঙ্গল হোসেন ও তার মেয়ে রোকসানা আক্তার ওরফে খুকুমনি। দণ্ডপ্রাপ্তদের নগদ ২৫ হাজার করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার দুপুরে জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ মামলার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলামের ৫ বছরের শিশুকে গত ২০১০ সনের ২৪ সেপ্টেম্বর অপরহণ করে প্রতিবেশী মঙ্গল হোসেন ও তার সন্তানরা। দিনভর অনেক খোঁজাখুজির পর রাতে শিশুটির লাশ পাওয়া যায় অপর প্রতিবেশি খালেকের বাড়ির রান্না ঘরের পিছনে।
এরপর শিশুর পিতা শফিকুল ইসলাম বাদী হয়ে ২৭ সেপ্টেম্বর ৪ জনকে আসামী করে দূর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশের দীর্ঘ তদন্ত শেষে পরের বছর ২০১১ সনের ৩০ এপ্রিল আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। আদালত ১০ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন।
বিডি প্রতিদিন/১২ মার্চ, ২০১৮/ওয়াসিফ