প্রথমবারের মত পরিবার পরিকল্পনা মেলা উপলক্ষে নীলফামারীতে প্রেস ব্রিফিং করেছে পরিবার পরিকল্পনা উপ-পরিচালকের কার্যালয়। আগামী ১৪-১৫ মার্চ নীলফামারী শহরের উন্মুক্ত মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হবে।
আজ দুপুরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রেস ব্রিফিং এ সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ নীলফামারী বিভাগের উপ-পরিচালক আফরোজা খাতুন। এতে জানানো হয়, মেলায় সরকারী বেসরকারী মিলে ২০টি স্টল থাকবে। মঙ্গলবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক মলয় কুমার রায়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আফরোজা খাতুন জানান, দু’দিনের মেলায় রচনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে মেলা প্রাঙ্গণে।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৮/হিমেল