টাঙ্গাইলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণে ১ দফা দাবি আদায়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-কর্মচারি সংগ্রাম কমিটি। সোমবার সকালে টাঙ্গাইল জেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানীর নেতৃত্বে এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যোনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির টাঙ্গাইল জেলা শাখার সমন্বয়কারী আজাহার আলী মিয়া, শিক্ষক নেতা আজহারুল ইসলাম, এস এম আব্দুল আওয়াল, শহিদুল ইসলাম, শামীম আল মামুন, আব্দুল হাকীম, সমরেশ চন্দ্র পাল, জামাল হোসেন, সোলায়মান দেওয়ান প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশ শেষে বিভিন্ন কলেজ শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরাই শহীদ স্মৃতি পৌর উদ্যোনে এসে শেষ করেন।
বিডি প্রতিদিন/১২ মার্চ ২০১৮/হিমেল